মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০১৩

কষ্ট নিয়েই লিখেছি এই কবিতা


হাজারো কষ্টের হাজারো ব্যথা
কষ্টে ভরা মনের কথা
শক্ত করে রেখেছি বেঁধে
কষ্টে যেন উঠি না কেঁদে
অনুভূতি গুলো  দিচ্ছে দোলা
কষ্টেরা বুধ হয় করছে খেলা
সৃতির পাতায় ঝরছে পানি
একাকীত্ব আজ করছে হানি
ইচ্ছে আমার হয় যে মনে
বলবো কথা তোমারি পানে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন