শনিবার, ৪ মে, ২০১৩

চিঠি

একটি চিঠি
লিখেছি আমি
মনের মাধুরী মিশিয়ে,
বুকের সব ভালবাসা
চিঠিতে দিলাম বিলিয়ে,
জানা-অজানা কথাগুলো
লিখলাম এক এক করে,
মনেতে তোমার সৃতি
সাজালাম আবার নতুন করে,
পুরোনো সব সৃতির ছোঁয়া পেলো চিঠির পাতায়
রঙ্গিন ফুলগুলো ফুটলো আবার তোমাকে পাবার আশায়
হয়তো তাই মনের কথাগুলো লিখেছি চিঠির বুকজুড়ে
যুদি ভালো না লাগে আমার চিঠি ফেলে দিও হাজারো মাইল বহুদূরে.

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন