রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৪

কে আছে আমার

আমি ছাড়া আর কে আছে আমার
কেউ নাই, কেউ তো নাই,
জগৎ সংসারে কে আছে এমন
যার মধ্যে নিজেকে হারাই।

কে আছে এমন যার সাথে আমি
আপন মনে মিশবো সুখে,
যার চেহারা প্রতিফলিত হবে
আমার প্রতিটি নিয়তির সম্মুখে।

নিয়তি আমার দেয় অভিশাপ
অভিশাপ দেয় সমগ্র পৃথিবী,
সবুজ প্রকৃতির নিঠুর আচরণে
নিষ্টুর একাকীত্ব রাখে নিজের দাবি।

বিষ হয়ত সেবন করিনি কখনো
সেবন করেছি একাকীত্বের স্বাদ,
কেউ নাই আমার, কে আছে আর
যার মধ্যে পাবো নিজের সাধ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন