শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০১৪

চাই প্রেম শত শত

জানি না আমি করেছি প্রেম
কেমন হবে কত,
অল্পতে ভরে না প্রাণ
চাই করিতে আরো শত শত।
খোঁজে পাই প্রেম পথে-প্রান্তরে
দেখি প্রেমের মুখ,
হাতছানি দেয় কড়া রৌদ্দুরে
বৃষ্টিতে চাই আসুক।
আসুক প্রেম ফাল্গুনে
আষারে অথবা শ্রাবণে,
ভাসিয়ে নিয়ে যাক চলে প্রেম
হৃদয় ভাঙ্গানো প্লাবনে।
আসুক জল করে টলমন
চোখের জলে হবে স্নান,
প্রেম জানি না করেছি কত
বেসুমার পরিমাণ।
অল্পতে ভরে নাহি সীমা
চাই প্রেম শত শত,
তৃষ্ণা প্রেমের মিঠে না অক্লেশে
অসীমতায় অবিরত।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন