ঘুম ঘুম চোখে জেগে থাকি আঁধারে,
পারিনা ভুলতে তবু প্রথম প্রেম তোমারে।
ভেবে ভেবে এক করি অশ্রুর সাথে রাত,
অসহ্যকর যন্ত্রণা বুকে সহ্য করে আঘাত।
ভাষাহীন কণ্ঠে বলি অগুছালো মনের ধ্বনি,
রাজ্যজুড়ে খালি খালি শুধু, কোথায় পালালে রানী।
পালালো সাথে শান্তি সুখ, হাসিময় মম মুখ,
জেগে থাকে আঁধারে ঘুম ঘুম দু'টি চোখ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন