মন ভালো নেই মনের আকাশে,
কাজল কালো মুখ মেয়েটির উকি দেয় বাতাসে।
ডাক দেই আমি তারে সুনয়না শুনো তুমি,
দেখা দাও কাছে এসে ছোঁয়ে দাও মরুভূমি।
প্রেমের বীজ বপন করো শূন্য বালিময় বুকে,
চলে যেও না হাসি দিয়ে রাঙ্গালো নীল চোখে।
আকাশের দিকে চাহি তাকিয়ে প্রেমের বৃষ্টি হলে বর্ষন,
প্রেম নিয়ে তুমি থাকো বহুদূরে ডাকে তবু প্রেম সারক্ষণ।
সেই প্রেম মোর না চায় হতে, অন্যজনারকে চায় প্রিয়,
আমি বলি শোনো মন যাযাবর প্রেম সে, তাকে বিদায় দিয়ে দিও।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন