বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৪

তোমাতেই প্রেম ৪

অল্প অল্প করে কাছে আসা,
এইতো ভালবাসা।
মিষ্টি কিছু কথা বলা,
হাতে হাত রেখে চলা।
স্বপনে দেখা করা,
কলম হাতে লিখি ছড়া।
মনে মনে গাওয়া গান,
অল্পতেই অভিমান।
এনে দাও প্রিয় ফুল,
বেড়াতে যাই নদীর কুল।
চিরকুটে লিখে রাখা,
ভালবাসা অশ্রু মাখা।
তারপর বেদনা,
নিজ মনে সান্ত্রণা।
ফের একা পিছু চলা,
ভালবাসি হয় নি বলা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন