শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০১৪

নেশাময় প্রেম

প্রেমের নেশায় প্রেম নেই এখন,
তবুও প্রেমের নেশা করি সারাক্ষণ।

একটু নেশায় বুকে জাগে প্রেমের আশা,
প্রেমে নেই জানি, করি তবুও প্রেমের নেশা।

মাদক হতে হানিকর প্রেম
হানিকর অনেক বেশি,
শিষার চেয়ে বড় নেশা প্রেমে 
তাই বলি ভালবাসি, ভালবাসি।

ভালবাসি প্রেম, নেশাময় ভালবাসা, 
যদি পাই প্রেমে আরেকটিবার নেশা। 
প্রেমের নেশায় নেশাগ্রস্ত মন,
করি নেশা, কিন্তু নেশায় প্রেম নেই এখন।

একটু দাও প্রেম, পেতে চাই প্রেমের নেশা,
অল্পতে মিটে না স্বাদ, মাদক মন চায় বেশি আরও
যদি পায় ভালবাসা, যদি দাও ভালবাসা। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন