শুক্রবার, ২২ আগস্ট, ২০১৪

রজনী

যদি রজনী শেষে সকাল না আসিত
গভীর ঘুমে রইতাম সারাটি ক্ষন,
স্বপন দেখিতাম বন্ধ চোখে
মুক্ত মনে নিজ বাতায়ন।

আসিত সে তার-ই ধারে স্বপনে
আসিতাম আমিও সাথে,
গভীর ঘুমে হইত আলাপ
অহরহ কালো রাতে।

ভাল-মন্দ হইত জানা
জানিতাম লুকানো হৃদয়,
যদি না আসিত সকাল
হত না যদি রজনীর ক্ষয়।

রজনী আমায় দেয় শিক্ষা
শিক্ষায় নতুন বেগ,
ভালবাসি আমিও যারে
সেও রজনীতে আসা মেঘ।

বৃষ্টি হয় মেঘ হইতে
চোখের চারিধারে,
কাঁদিতে চাই বেশি আরো অনেক
রজনীর অন্ধকারে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন