মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০১৪

দ্বিতীয় মন

আকাশ কাঁদলো বাতাস কাঁদলো 
কাঁদলো আমার চোখ,
কাঁদেনি শুধু বেড়াতে আসা 
মনের আগন্তুক।

উষ্ক মন ভিজলো জলে 
কাঁদলো মনের মন,
মনেরও একটা মন থাকে 
থাকে তারও দু'নয়ন।

সেই মন কাঁদে গভীর শোকে 
আসে যখন স্রোত,
স্রোতের গহীনে বসতি যার 
সে যে অচিন দূর্ত।

দূর্তের বিহনে কাঁদে প্রাণ 
কাঁদে সবুজ বন,
মনের ভেতর মন কাঁদে 
কাঁদে সারাক্ষণ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন