সাত আসমানের বিদাতা,
একবার তুমি মর্ম বুঝো
কি নিয়ে আমার কবিতা।
একবার তুমি চেষ্টা কর
বুঝতে মনের হাহাকার,
চাইনি কিছু তেমন দামি
শুধুই চেয়েছি উপহার।
উপহার নয় তেমন কিছু
চেয়েছি শুধু তাকে,
ভালবেসে ভালবাসতাম
অন্ধ হয়ে যাকে।
তুমি বুঝলে না প্রেম আমার
বুঝলো না প্রিয় মানুষটি,
শত্রু এখন ভাবি তোমাদের
চূর্ণ করেছো হৃদয়টি।
সাত আসমানের বিদাতা
বিচার আমি চাই,
তুমিও দোষ করেছো
তোমারো ক্ষমা নাই।
শাস্তি পাবে তুমিও
সাথে পাবে সে,
যার জন্য আজো প্রেম
রাখি একাংশে।
তার দোষ আমার রেখে
চলে গেল সে একা,
তোমার দোষ বিধাতা তুমি
কেন দিয়েছো তার দেখা।
কেন তুমি বুকেতে প্রেম
দিয়েছো একবার জ্বালিয়ে,
অর্ধেক জ্বলনের পর কেন
দিয়েছো প্রেম নিভিয়ে।
তাকে না হয় করবো ক্ষমা
ভালবাসি তাই,
তোমায় বিদাতা ভাসি না ভালো
ক্ষমা তোমার নাই।
মৃত্যুর পর একবার যদি
তোমার দেখা পাই,
বলবো বিদাতা তোমার কাছে
তোমার বিচার চাই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন