শয়নে-স্বপনে তার সাথে যোগাযোগ
প্রত্যাশিত প্রেমের নতুন দ্বার উন্মোচনের চেষ্টায়,
আমি প্রয়োগ করি ভিন্ন রঙ্গের পন্থা
তার মনের সম্রাজ্য দখলের কামনায়।
আকস্মিকভাবে সেও সাড়া দেয়,
সম্ভাব্য প্রেমের দীপক জ্বলে উঠে তখন,
এ যেন স্রষ্টার চিরসত্য বিধান।
যতবার সাক্ষাৎ হয় তার সাথে
ততবারি দীপকের আলো বৃদ্ধি পায় ব্যাপক,
প্রসারিত হয় তার প্রতি সুনির্ধারিত স্বর্গের চৌরাস্তা।
সেখানে সে কখনো কখনো
বার্তা পাঠায় তার আসতে দেরি হবে।
কিন্তু আমি ক্ষান্ত হই না,
আমি প্রেম নিয়ে সর্বাংশে প্রস্তুত থাকি
তার সামনে উপস্থাপনের আশায়।
প্রেমের ভাবমূর্তি অক্ষুণ্ণ রেখে
বিস্ময় জাগাতে চাই তার সর্বাগ্রে,
সেই লক্ষ্যে আমি আমার প্রেমের নীল নকশা প্রণয়নে
চলে যাই তারি শয়নে-স্বপনে।
প্রত্যক্ষভাবে না হোক প্ররোক্ষভাবে
তার স্বপনের সাথে আমার স্বপনের সেতুবন্ধন স্থাপিত হয়,
জীবনের রেলস্টেশনে দুইজন দুজনার জীবনকে
এক জীবন বানানোর যৌথ প্রচেষ্টায়
সেখানে দুজন জড়িয়ে থাকি ওতপ্রোতভাবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন