ইশ্বর তুমি কোথায়, কোন পৃথিবীর কোন প্রান্তে,
কি আছে আমার মনে তুমি কি তা জানতে।
জানতে যদি তবু কেন খালি হাতে ফিরলো আমার দোয়া,
অপূর্ণ রাখলে কেন সুখের আলোক ছোঁয়া।
আশরাফুল মাখলুকাত আমি সকল সৃষ্টির সেরা,
জানতে চাই ইশ্বরের কাছে করি তাকে জেরা।
বল ইশ্বর অনিশ্চিত কেন ভাগ্যের লিখন,
কি আছে ভাগ্যে লিখা জন্ম-মৃত্যূর পণ।
জন্ম হল মানুষরূপী হিংস্র এক জীবে,
ধ্বংস করি মনুষ্যত্ব ক্ষুদ্র সুখের লোভে।
মৃত্যূ হবে একদিন, মুক্ত মৃত্যূর হাত,
মৃত্যূর ভয়ে নই ভীতু আমি মানব জাত।
আসুক মৃত্যূ, আসুক দেহে, দিলাম নিমন্ত্রণ,
ইশ্বর তুমি আমার দোয়া কেনো কর না গ্রহণ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন