শনিবার, ১৬ আগস্ট, ২০১৪

অনুভূতি-৮


পুরনো কিছু কথা আজো অদৃশ্যমান হাতের ন্যায় কাজ করে
অহরহ বিচরণ করে মনের অশ্রেণীবদ্ধতায়,
সূচনা করে নতুন মানবের অথবা পতন ঘটায়।

আমি আমার শুষ্কতা নিয়ে নতুনত্বের সন্ধান করি
পচনশীল আয়ুকে আরেকটু পচানোর নিমিত্তে।

পচে গলে যাওয়া অংশটুকুকে ধুয়ে মুছে
পরিষ্কার করে দেয় কার্যকরি কিন্তু অকেজো কথাগুলো।

আমি সোনার হরিণের স্বপ্ন দেখি না বাস্তবে
আমি দেখি কথার ভিড়ে কথাগুলোকে হারানোর স্বপ্ন
পোষণ করি অন্য জীবনের প্রেক্ষাপট।

ঘোড়ায় পায়ের ধ্বনির মতন আমি 
জীবনের ঘড়ির কাঁটার শব্দ শুনি,
বিস্তারিত শুনি না, 
শুনি অল্প।

অল্পতেই এলোমেলো কথায় ডাস্টবিনে 
খোঁজে পাই নিজেকে,
অদৃশ্যমান হাত আমাকে 
পচে গলে নষ্ট হতে দেয় না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন