অন্তরের গভীরে সূক্ষ্মতম স্থানে
নামটি তোমার লিখে রেখেছি নিখূঁতভাবে।
নামটির মালিকানাসত্ব একান্ত আমার,
তাতে হক বা অধিকার স্থাপনের অধিকার
আমি ছাড়া নেই কারো আর।
যদি কখনো কোনো দুঃসাহসী
সেই নাম কেড়ে নিতে চায়,
তবে তাহলে তাকে বলে দিও
এই নামের দলিল আমার নামে সত্যায়িত।
এখানে অধিকার স্থাপনের অধিকার
আমার কাছে বোতল বন্দী।
সাথে বলে দিও দুঃসাহসীদের
ইহা ব্যর্থ চেষ্টা ছাড়া আর কিছুই নয়।
তারপরো কোনো দুঃসাহসী যদি
বল প্রযোগ করে নামটি দখলের প্রয়োজনার্থে।
তখন তাকে দেখিয়ে দিও
তোমার কমলতম আঙ্গুল দিয়ে
আমার অন্তরের গভীরের সূক্ষ্মতম স্থান।
যেখানে পাখির দুরন্ত ডানার মত
উড়ে-বেড়ায় মুক্ত আকাশে
তোমার নামের প্রতিটি বর্ণ, নামের অর্থ, সারমর্ম,
ও তার প্রতি একান্ত আমার অধিকার স্থাপনের অধিকার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন