মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৪

নিরব কবি

কবিতায় কবিতায় সংঘর্ষ 
হচ্ছে রক্তপাত,
নিরব কবি কবিতায় ভাষায়
লিখছে মনের আঘাত।

চোখের অশ্রু ঝরছে পড়ে
কলমের কালি হয়ে,
কবির মনে কবিতা
সুখ-দুঃখ নিয়ে।

বিরামচিহ্নের নেই বিশ্রাম
কবিতা ঘিরে কাজ,
কে জানে কি হয়েছে
কবির মনে আজ।

শোন কবি ডাকি তোমায়
কেনো লিখছো কবিতা,
কবি বলে কবিতায় ভাষায়
সাজাই জীবনের অভিজ্ঞতা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন