তোমার মনের দক্ষিণ পাশে
আমার দিও কবর,
অন্তত একবার প্রতিমাসে
আমার নিও খবর।
খোদার কাছে নামাজে তুমি
করিও প্রার্থনা,
কমে যেন যায় কবরে
আযাবের যন্ত্রণা।
বলিও দোয়ায় দিও তার মনে
পরলোকে শান্তি,
ক্ষমা করিয়া দিও তাকে খোদা
যদি করে ভূল-ভ্রান্তি।
দোযখের আগুনে পুড়াইও না
কমল তার দেহ,
সেও ছিল ভালো একদিন
জানিত না কেহ।
মুনকার-নাবীরকে বলিও খোদা
প্রশ্ন করিতে সহজ,
মৃত্যূর আগে সেও একবার
চাইছিল করিতে হজ্জ।
পাপের পাহাড় মালুম ছিল
হয়েছে ভীষণ ভারি,
খোদা তাকে রেহাই দিও
সেওতো বান্দা তোমারি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন