শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০১৪

বলা না বলা তোমার কথাগুলো

ঝোঁক বা আবেগের বশে নয়, নয় মিথ্যা ছলনার আশ্রয়ে,
আজ শুধু মনের সুপ্ত আকাঙ্ক্ষার উন্মেষ সাধনের সাধনায়
চুপটি মেরে শুনবো নির্বাক মুখে 
বলা না বলা তোমার প্রতিটি কথাকে।

একে একে পরখ করবো ভালবাসার প্রকৃতরূপে
গুনে গুনে দেখবো চোখের দাঁড়িপাল্লায়
কেমন হবে ভালবাসার পরিমাণ।

তারপর তীক্ষ্ণতায় প্রতিপাদ্য বিষয়ের সাথে 
অনুমানসিন্ধ সমতার প্রদর্শন ঘটিয়ে 
একাকীত্বের সংকীর্ণতার গন্ডি পার হবো
তোমার কথার পিঠে কথা চেপে।

হোক ভুল মিথ্যে প্রবোধ অথবা দুরুহ ব্যাপার
তবুও পুনঃ পুনঃ শুনবো একে একে 
উড়ন্ত বাতাসে তোমার কথাগুলোকে আজ।

শিকারি হয়ে আঁকড়ে ধরে 
তালাবন্দি করে রাখবো মনের হাল্কা খাঁচায়।

আর যখন তুমি থাকবে না কাছে, আসে-পাশে বা জীবনে
তখন নিজের মনে নিজে প্রবেশ করে 
চুপটি মেরে শুনবো একে একে
তোমার বলা না বলা কথাগুলোকে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন