শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০১৪

প্রিয়তমা তুমি নীল

স্বপ্নের নীল ঠিকানায়
পাঠালাম নীল চিঠি,
রাতের নীল জোৎস্নায় জোনাকি 
জ্বলে মিটিমিটি।
নরম নরম স্বপ্নের হাত
হাত বাড়িয়ে বলে,
যাবে নাকি নীল ঠিকানায় 
নীলান্তরে চলে।
একরাশ প্রেম 
ডাক দিয়ে যায়,
উজ্জ্বল নীল তারকা 
বুক পেতে চায়।
কী আছে লিখা 
নীল প্রেমের ভাষা-বর্ণ,
সপ্নিল সময় কৌতুহলে 
পুষ্প মেলায় কর্ণ।
জানতে চায় জগৎ সারা 
প্রেমের মুক্ত সুবাস,
নীল ঠিকানার ঠিকানা 
জানে শুধু নীল আকাশ।
নীলাঞ্জনা নীল তুমি 
প্রেম নামে ডাকি তরে,
বসতি কোথায়, যাপন করো 
কোন নগরীর ধারে।
আমার নগরী নীলপরী 
রূপে-রঙ্গে অমিল,
ভালবাসি একেলা হাসি 
প্রিয়তমা তুমি নীল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন