শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৪

কান্দে পরাণ অসুখে

আমার প্রেম আজ অন্যের ঘরে
সাজাইলো নতুন সংসার,
তবু কেন আমি বারবার
বলি তাকে দরকার।

আমি কেন পারি না থাকতে
ত্রীভুবনে তারে ছাড়া,
কষ্টে আছি কষ্টে বাঁচি
কবিতা লিখি ছন্দহারা।

সে তো থাকে অন্যের ঘরে
হয়ত আমায় মনে নাই,
আমার ভেতর বসত তার
ভালবাসি হয়ত তাই।

মনের ডালে পাখির নাচন
নাচে মনে নর্তকী,
কান্দে পরাণ সুখে দূখে
ফোটে না ফুল সূর্যমূখী।

কাদি না হাসি না
আমি থাকি নিরব,
মলিন মুখে অসুখে
ভীষণ কলরব। 

কথাগুলো পাখির ডানা
মেলায় নিজ পালক,
সুরেলা প্রেমে আমি একেলা
খোঁজি নিজের হক।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন