আজকে তোমার ঝরছে অশ্রু
বৃষ্টি হয়ে নয় তবে,
ঝড়ের বেগে অশ্রু ঝরছে
বুকের আকাশটাতে।
বিদুৎ চমকাচ্ছে শব্দের আগে
শব্দ হারিয়েছে ভাষা,
পাগলা হাওয়া এদিক-সেদিক
করছে আসা-যাওয়া।
মন পাখি পিঞ্জিরাবদ্ধ
আহত পাখনা ভেঙ্গে,
প্রাণের সখা অন্যস্থানে
কান্দে ক্ষনে ক্ষনে।
আমি না হয় তৃতীয় পুরুষ
কষ্ট বুঝি না ভালো,
বুঝি তবু তোমার মন
আঘাতে জর্জরিত।
রক্তাক্ত মন বাহিরে শান্ত
ভেতরজুড়ে তুফান,
কাল-বৈশাখী ছোবল মারে
প্রেমিক মনের স্থানে।
অন্যের ঘরে তুমি যে আজ
উদিত নতুন সূর্য,
তিমিরে অস্পর্শ
নতুন জীবনের তথ্য।
এলোমেলো গাছপালা
আকাঙ্খায় ডাকে,
শাখা-প্রশাখায় হচ্ছে তুফান
পঙ্গু জীবন শোষিত হয়ে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন