শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০১৪

নেশা প্রেমের মৃত্যু

হটাৎ করে বেজে উঠলো কলিং বেল,
দরজা খোলে রিয়া দেখলো, 
দাঁড়িয়ে আছে রুবেল।
কি ব্যাপার রুবেল, 
অসময়ে-অবেলা কেন আসলে আমার বাড়ি,
যাচ্ছিলাম পাশ দিয়ে, 
তাই ভাবলাম দেখে যাই তোমায়
তুমি অবলা নারী।
অবলা নারী নিশ্চই আমি, 
ভালবাসো না আমায় মোটে,
ভালবাসি রিয়া, বারবার চলে আসি তাই ছুটে।

দেখতে এসেছো ভালো কথা কিন্তু বাবা এখন ঘরে,
চলে যাও তুমি লক্ষিটি আমার দুয়ার সরে।
চলে যাবো একদিন, নেবো বিদায় পৃথিবী হতে,
খোঁজবে তখন পাবেনা আমার, ফিরবে খালি হাতে।
অমন কথা বলেনা প্রিয়, হয়েছো দুষ্টু ছেলে,
দেখা হবে আজকেই, আসবো বিকেলে।

আসবো আমি লাল শাড়িতে, হাতভরা লাল চুড়ি,
খাবো একসাথে দুজনে দুজনার মিষ্টি ঝাল মুড়ি।
ঝাল মুড়ি হবে মিষ্টি, কি করে বল রিয়া,
তোমার প্রেমে সব মিষ্টি বুঝোনা কেন প্রিয়া।
আচ্ছা এখন যাও তুমি, জানাই মিছে বিদায়,
বিকেলের অপেক্ষায় সময় যেন পাড় হতে না চায়।

অবশেষে বিকেল বেলা দুজন কাছে আসলো, 
দুটি মন একসাথে কানামাছি খেললো।
খেলার ছলে রিয়া বললো 
আচ্ছা রুবেল শরীর হতে তোমার আসছে কেন সিগারেটের গন্ধ,
ইদানীং তুমি সিগারেটের নেশায় হয়েছো ভীষণ অন্ধ।

এই তো রিয়া আর কিছু দিন, সিগারেট ছেড়ে দেবো,
যেই দিন তোমায় আমার ঘরেতে বউ বানিয়ে আনবো।
আচ্ছা বাবা অনেক হয়েছে, স্বপ্ন দেখা শিখেছো খুব,
আশা আমার একটাই মনে, তোমাকে শুধুই পাবার লোভ।

আমার এখন যেতে হবে, এসেছে গগনে সন্ধ্যা,
যাবার বেলায় কিনে দিও তোমার প্রিয় রজনীগন্ধা।
একগুচ্ছ ফুল হাতে রিয়া ফিরলো তার বাড়ি,
মিষ্টি সময় চলে যায় দ্রুত, ফুরায় তারাতারি।

রিয়ার বিহনে ছিল সিগারেট রুবেলের আপন বন্ধু,
খেতো সিগারেট একসাথে সমপরিমাণ এক সিন্ধু।
শত মানা করেছিল রিয়া, না করতে এই নেশা,
রুবেল বলতো এই নেশাতেই জীবন্ত ভালবাসা।

এক বছর পর একদিন দুঃসংবাদ আসলো রিয়ার কানে,
রুবেলের নাকি হয়েছে ক্যান্সার ফুসফুস নামক স্থানে।
ডাক্তার বলেছে সময় এখন বেশি নেই বাকি,
প্রাণ পাখী যখন-তখন পালাবে দিয়ে ফাঁকি।
ভেঙ্গে পড়লো দূর-দূরান্তে নীল ওই আকাশ,
অবুঝ মন চায় না প্রেমের সর্বনাশ।

কিন্তু রুবেল মেহমান দু'দিনের এ জগতে,
চিরবিদায় অপেক্ষমান নিজস্ব তার মতে।
রিয়ার কান্না কে দেখে, ঝরছে অভিরাম,
ক্যান্সারে রুবেলের মৃত্যু হল, চিরস্থায়ী বিশ্রাম।

করেছিল রিয়া শত মানা ছাড়তে এই নেশা,
মৃত্যু আসে কেড়ে নিল প্রেমের পরিভাষা।
রুবেল বুঝেনি সময় থাকতে প্রেমিকার অমূল্য প্রেম,
রিয়ার অন্তরে আজো সজ্জিত
মৃত মানবের ছবির ফ্রেম।


"কেমন হয়েছে জানি না, তবে সাধ্য মত গল্পের মতন একটি কাহিণী ভিত্তিক কবিতা লেখায় প্রয়াস চালিয়েছি"

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন