মোকাব্বির আহমেদ চৌধুরী জিম
শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০১৪
তোমাতেই প্রেম ৩
রাত কাটে রাত,
হাতে রেখে হাত।
ঘুম ঘুম চোখে তাকাই,
যদি তুমি না আসো ফিরে,
ভাবি ভয়ে ভয়ে
দেখিতে যদি না পাই ভীরে।
রাত্রির আলোয় চলে গেলে তুমি
ঘুমের দেশে হেসে হেসে,
বিদাই জানাই আরো একবার
কবিতার খাতায় অংক কষে কষে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
নবীনতর পোস্ট
পুরাতন পোস্ট
হোম
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন