বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০১৪

ডায়েরি

আমার কিছু কথা,
কিছু গবেষণা,
চিন্তা-চেতনা, ভাবনা,
লিখে রাখলাম ডায়েরির পাতায়।
এক সময় আমি মরে যাবো
শুধু বেঁচে রবে স্মৃতি ডায়েরির পাতায়।

বেঁচে রবে অনুভূতি,
অদ্ভূত বিবৃত্তি,
অন্য রকম সত্তা,
বেঁচে রবে মৃত্য লাশ
ভালবেসে যাকে করেছি হত্যা।

দৌড়াবে উক্তিগুলো,
নাচবে, খেলবে, চলবে।
চলবে না অলস কলম
শুধু ডায়েরী কথা বলবে।

প্রিয়জন যত আপন
যত আছে নগরে,
দেশ-দেশান্তর এক হয়ে যাবে
আমার পরাজয় মেনে নেয়ার হারে।

পরাজয় আমি ঠিক-ই মানবো
মানবেনা আমার ডায়েরী,
লুকিয়ে থাক লেখা যত কথা
হারিয়ে যাক মনের শায়েরী।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন