শুক্রবার, ১৭ অক্টোবর, ২০১৪

মন

মন মানে না বন্দী জীবন বন্দী খাঁচায়,
উড়ালপক্ষী মন উড়াল দেয় নুতন আশায়।
গমন করে অন্য গ্রহে প্রেমের লিপ্সা সঙ্গে করে,
অণু সুখে মানে না মন, চায় আরও লোভের ভরে।
পায় যত চায় অধিক, দেয় না কিছু তবে,
মনের মতন মনের সন্ধানে কর্মব্যস্ত রয় সবে।
এমন মন চায় সবাই যে মন বুঝে কষ্ট,
না বলা কষ্ট যত গহীনে পথভ্রষ্ট।
কিন্তু পায় কজনে এমন মনের সন্ধা‌ন,
পেলেও দু'দিন পর নিজ মনে শান্তি অবসান।
হবে না কেন যখন মনের মত মন হয়ে যায় নিলীন,
তখন একটাই কথা জীবন বলে
মনের মত মন পাওয়া যায় না কোনদিন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন