মনের দরজার প্রধান ফোটক
দিলাম আজকে খোলে,
আশা রাখি তুই একদিন
আসবি পথ ভুলে।
সেই ভুলের অপেক্ষায়
কত রাত্রি জাগি,
তুই না আসলে তবে
করবো রাগারাগি।
রাগতে আমার লাগে না ভালো
রাগে আমায় মানায় না,
কেমন করে তোর উপর
রাগবো আমি বল না।
তুই আমার প্রাণ পাখি
তোকে তাই খোঁজি,
তোরা আশায় দাঁড়িয়ে থাকি
মনের দরজায় রোজ-ই।
হাত ঘড়িতে সময় গুনি
একে একে যায় দিন,
রাত্রি আসে স্বপ্ন নিয়ে
তুই আসবি একদিন।
সেই দিনের অপেক্ষায়
আমি হলাম ক্লান্ত,
মনের দরজায় চৌরাস্তা
তোকে ছাড়া শান্ত।
তুই আসবি অবেলায়
অসময়ে কাছে,
ভালবাসা উপহার দেবো
মন সমুদ্র সেঁচে.
রাণী বানিয়ে রাখবো তোকে
করবো তোর আরাধনা,
তোর মন্দিরে দুহাত তুলে
লিখবো প্রেমের প্রার্থনা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন