সোমবার, ২০ অক্টোবর, ২০১৪

আত্মা বিক্রয় ২

যেখানে আত্মার মহামিলন
সেখানে আমার আত্মা দাঁড়িয়ে থাকে নিরব।

আমার আত্মা কোনো সাধারণ আত্মা হয় নয়
অথবা সাধারণ ও অসাধারণের মধ্যে
আমার আত্মা অতি নগন্যতম।

আমার আত্মা আমার নয় পুরোপুরি,
আমার আত্মা একটি বিক্রীত আত্মা।

খরিদ্দার যিনি তিনি স্রষ্টার বিপরীত,
আমার আত্মা দ্বারা কৃত কর্ম
তাও স্রষ্টার বিপরীত,
অন্যান্য আত্মার বিপরীত।

অন্যান্য আত্মারা নিজের প্রবিত্রতা রক্ষায় ব্যস্ত
তাদের সর্বোচ্ছ চেষ্টা নিজেদের অস্তিত্ব রক্ষার্থে।

আর আমার আত্মা আমার নিয়ন্ত্রণহীন,
গৃহপালিত বস্তু তার কাছে যিনি স্রষ্টার বিপরীত।

তিনি আত্মা নিয়ন্ত্রণে আমার অংশ গ্রহণের ক্ষমতা
কেড়ে নিয়েছেন আত্মা বিক্রির চুক্তিপত্রে
আমার নিজ সাক্ষর প্রদানের মাধ্যমে।

তাই বিশুদ্ধ আত্মাদের সাথে
আত্মার মহামিলনের মহাউৎসবে
আমার আত্মার প্রবেশাধিকার নেই,
আমার আত্মা দাঁড়িয়ে থাকে নিরব।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন