তুমি চলে যেতে চেয়েছো
আমি চলে যেতে দিয়েছি।
তুমি চলে যেতে বলেছো
আমি চলে গিয়েছি।।
যা যা বলেছো তুমি
সব-ই করেছি।
আজ বহুদিন পর
সময় এসেছে হিসেব কষাবার।
বল তুমি কি পেয়েছো,
উত্তর দেবার সাহস আছে কি তোমার?
আছে কি তোমার কণ্ঠে জোর?
জানি মুখে তোমার নেই কোনো ভাষা
তোমার অভিধানে নেই কোনো শব্দ।
নিঃশব্দ তুমি,
নিরূত্তর তোমার চারিপাশ।
আজ তোমার পতনের দিন
তোমার মত আমারও পতন হয়েছিল
যখন তুমি ও তোমার শর্ত দুটোর সামনে
আমি নত হয়েছিলাম পরাজিত যোদ্ধার মতন।
আমার ভালবাসার ধারালো তলোয়ার
তোমার চরণে বিলিয়ে দিয়ে
আত্মসমর্পণ করেছিলাম ঠিক তোমার মত
ঠিক এক পরাজিত যোদ্ধার মতন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন