সোমবার, ২৭ অক্টোবর, ২০১৪

জীবনের অংক

জীবনের অংক কিছুতেই মিলতে চাচ্ছে না,
জীবনের সমীকরণের ভগ্নাংশকে
কিছুতেই ভাঙ্গা যাচ্ছে না।
ফলাফল কিছুতেই পূর্ণ সংখ্যা হচ্ছে না,
বারবার দশমিক আসছে,
দশমিকের পর আসছে অনেকগুলো সংখ্যা,
পরিমাণে তাদের সংখ্যা অসীম।
আমি তাদেরকে গুণ করি, যোগ করি,
কিন্তু কিছুতেই ফলাফল গ্রহণযোগ্য হচ্ছে না।
আমি ভাগ করি, বিয়োগ করি
কিন্তু ফলাফল বারংবার অগ্রহণযোগ্য।
আমি বর্গ করি অতঃপর জীবনকে
কিন্তু না, সঠিক ফলাফল যেন আসতেই চাচ্ছে না।
আমি উচ্চতর গণিতের সূত্র, জ্যামিতিক মন্ত্র
সবই প্রয়োগ করি একে একে।
কিন্তু না, ব্যর্থ আমার সকল চেষ্টা,
ব্যর্থ আমি, ব্যর্থ আমার জীবনের অংক।
আমি জীবনের লেনদেনকে
সর্বশেষে জাবেদা বহিতে সাজাই।
জীবনের সব প্রাপ্তিকে
ডেবিট কলামে সাজিয়ে,
জীবনের সকল বির্জনকে
সাজালাম ক্রেডিট কলামে।
কিন্তু না,
পুরনায় আমার জীবনের অংকে গড়মিল।
কিছুতেই জাবেদা বহিতে
দুই পার্শ্বের পরিমাণ সমান হতে চাচ্ছে না,
বরং জীবনে প্রাপ্তির তুলনায়
প্রদানের পরিমাণ বারংবার বেশি দেখাচ্ছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন