প্রজাপতি যেমন এক ফুল হতে
উড়ে বেড়ায় অন্য ফুলে,
নারী তুমি ঠিক তেমনি
হেঁটে বেড়াও হৃদয় কুলে।
উড়ে বেড়ায় অন্য ফুলে,
নারী তুমি ঠিক তেমনি
হেঁটে বেড়াও হৃদয় কুলে।
এক হৃদয় হতে অন্য হৃদয়ে
তোমার আনাগোনা,
প্রেমিক পুরুষ দলের বুকে
স্বপ্ন হাজার বুনা।
মধু তুমি ভালবাসো
ভালবাসো সেরা ফুল,
সকল ফুলের মধ্যখানে
প্রেমিক পুরুষ করে ভুল।
ভালবেসে নিজের মাঝে
রাখে তোমায় যতনে,
কিন্তু তুমি ডানা মেলিয়ে
পাড়ি জমাও অন্য মনে।
প্রেমিক পুরুষের দল তখন
অশ্রু ঝরায় বৃষ্টিতে,
প্রজাপতি নারী তোমাকে
স্মরণ করে কষ্টতে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন