শুক্রবার, ১৭ অক্টোবর, ২০১৪

আটারোতে প্রথম প্রেম

আটারো বয়স বয়সে 
পড়েছিলাম প্রথম প্রেমে,
সেই প্রেমের অনলে 
জীবন গিয়েছে ঘেমে।
সুমধুর প্রেমের স্বাদে 
অশ্রু ঝরেছে অবিশ্রান্ত,
কেঁদে কেঁদে হইনি কখনো 
কষ্টে পরিশ্রান্ত।

জেগে জেগে রাত কেঁটেছি,
ব্যর্থ প্রেমে দূঃখ পেয়েছি, 
হারিয়েছি যা ছিল,
আটারো বছর বয়সে প্রথম প্রেম 
আঘাত দিয়ে গেলো।

অদ্য আমি পদ্য লিখি 
কান্না নিয়ে চোখে,
উন্মাদ পরিচয়ে আমায় পরিচয়
দিয়েছে ভদ্রলোকে।

লোক বলে আটরোতে 
তুমি করেছো প্রথম ভুল,
সারা জীবন কেঁদে কান্নায় 
দিতে হবে তার মাশুল।

আমি বলি ভুল হয়নি 
আটারো বছর বয়সে,
গর্ব করি অহংকারে 
প্রথমবার ভালবেসে।

ভালবাসি লুকিয়ে আমি
মুছকি হাসিতে হাসি,
কান্না আসা কন্ঠে বলি 
তাকেই ভালবাসি।
দূঃখ নেই তার চলে যাওয়াতে
নেই মনে অভিমান,
ভালবাসতে আমিও পারি 
আটারোতে হয়েছে প্রমাণ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন