মাঝে মধ্যে হটাৎ পালিয়ে যেতে
ইচ্ছে হয় পৃথিবীর শেষ সীমান্তে,
সুখ-কে সাথী ভেবে
নিজেরি অজান্তে।
দূঃখ-কে জানিয়ে বিদায়
চোখে অশ্রুর খনি বন্ধ করে,
পালিয়ে যেতে ইচ্ছে হয়
কর্ম দিবসের প্রতিটি বারে।
একটু একটু করে সাজাবো মন
সূর্যকে বানাবো প্রতিবেশি,
রামধনুর বাঁকা ঠোঁটে
ফুটবে টোল পড়া হাসি।
ভালবাসা সঙ্গে করে
না হয় আনলাম,
কাগজে লিখে না বলা কথা
ভালবেসে বললাম।
আমি নিজেই পারি ভালবাসা
একা জন্ম দিতে,
নিজেই পারি একা একাকী
শেষ সীমানায় যেতে।
হারিয়ে যাওয়ার নেই ভয়
হারিয়েছি অনেক কিছু,
কে জানে কী আছে
সুখের সম্মুক-পিছু।
সব হারিয়ে আমি স্বার্থপর
ত্রীভূবনের পাঠশালায়,
জগৎ সংসার সব অদেখা
আবেগী মায়া কান্নায়।
যা আমার অচিন পাখি
চাই না আর কাছে,
আখিলে চন্দ্রলোকে
খুঁতখুঁতে দেবী নাচে।
শেষ সীমানায় প্রেমের গাছে
কম্র ফুল নক্ষত,
আমার আমি আপন পদে
সুখে দূঃখে আনন্দিত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন