রবিবার, ২৯ জুন, ২০১৪

বাতাস

নেশার চোখে দেখেছি বাতাসের রং-রূপ
বাতাসের গঠন, আকার-আকৃতি
বাতাসের গতিতে পেয়েছি বাতাসের গন্ধ
নিয়েছি এক বুক বাতাসের স্বাদ,
বাতাসের সাথে কথা বলেছি
ধরেছি বাতাসের হাত।

বাতাসের পাশে বসে 
বাতাসের চোখে সাঁতার কেঁটে,
বাতাসের কাঁধে রেখেছি কাঁধ 
চুমো দিয়েছি বাতাসের ঠোঁটে,
সমস্ত অঙ্গে মাখিয়ে বাতাস
জেনেছি ধ্বংসের পূর্বাভাস।

ধ্বংসের সাথে ধ্বংসের পর 
বাতাস হয়ে বাতাসে থাকবো মেতে
নেশাখোর জীবনের জীবাণু নিয়ে 
পরিণত হব নিষ্প্রাণ বাতাসে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন