রবিবার, ২৯ জুন, ২০১৪

নারী

যুগের পর যুগ আমি নিজেকে সামলিয়ে রেখেছি
আমার আর সামলানো সম্ভব না।
আমি এখন নারীকে কাছ থেকে স্পর্শ করতে চাই,
জানতে চাই কী আছে নারীর মায়াবী দেহে?
নিজ হাতের উষ্ণ ছোঁয়ায় পরশ বুলিয়ে
দেখতে চাই নারীর মনের গুপ্ত স্নেহ-ভালবাসাকে।
জানতে চাই নারী তোমাকে,
তুমি কীসের তৈরি 
কাঁদামাটিতে নাকী আগুনে?
আমি পরখ করে দেখতে চাই নারী
তোমার মন কোন আকৃতির,
গোলাকার নাকী আয়তাকার?
শুনেছি নিরাকার তোমার মন।
তাতে আমার বিশ্বাস হয় না নারী
আমি জানি, দেখেছি যুগ যুগ ধরে
তুমি নারী প্রেমের দেবী,
কিন্তু নারী আজো আমার অজানা রয়ে গেল
কীভাবে তুমি জন্ম দাও 
এক সাগর ঘৃণা তোমার মনের প্রাসাদে?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন