আমার মনের গহীনে মাঝ বরাবর দুই খন্ড,
এক অংশে সাধু অন্য অংশে বসত করে ভন্ড।
এক অংশে হিংসায় জ্বলে প্রতিশোধের আগুন,
অন্য অংশ গান গেয়ে বেড়ায় প্রেমের তৈরি কানুন।
দুই অংশের মধ্যখানে বিপদগ্রস্ত এই আমি,
অংশ দুটো জোড়া লাগানোর কঠিন চেষ্টায় নামি।
কিন্তু মন আমায় প্রশ্ন করে কঠোর কথা কয়,
অভাগা আমি কেমনে বলি নিজেই নিজের পরিচয়।
ইচ্ছে যখন হয় খুব খেপে হাতিয়ার ধরি হাতে,
উত্তর যে পাই না তখন সজ্জিত খুনির জাতে।
আমার মনের ভন্ড অংশ রক্ত পিয়াসী খুনি,
সাধু মন সুখের সন্ধানে বলে শান্তি প্রিয় বাণী।
দু'খন্ড মনের সাথে আমার হয় না কেনো সন্ধী,
মধ্যস্থানে আহত আমি নিহতদের সাথে বন্দী।
অনধীনতার দাবিতে দুই খন্ডে চলিত লড়াই,
মনের গহীন দুই খন্ডে খন্ডিত হয়েছে তাই।
পারি না আমি কোনো খন্ডে দিতে নিজের সমর্থন,
এক অংশ মনুষ্যত্বের সাথে চলিত দামি ধন।
অন্য অংশ পশুত্বের বলে আমি হলাম দানব,
আমি বলি আমি মন ভাঙ্গা শুধুই ক্ষুদ্র মানব।
(কবিতায় প্রতিটি চরণে ব্যবহৃত বর্ণের সংখ্যা ও সর্বমোট চরণের সংখ্যা সমান। প্রতিটি চরণে ২০টি বর্ণ ও কবিতায় মোট চরণের সংখ্যা ২০টি।)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন