সোমবার, ২ জুন, ২০১৪

চার চোখের প্রণয়

আমাদের প্রণয়ের কথা বলি না আমরা মুখে,
প্রণয়ের কথা হয়ে যায় বলা অন্যভাবে চোখে।
ইশারায় ইশারায় চোখের বিসদৃশ ভাষায়,
কি হয় কথা গাঢ় ভালাবাসায়।
তৃতীয় কেউ জানে না, তৃতীয় কেউ বুঝে না,
যার বুঝার সেই বুঝে চার চোখের খেলোনা।
চোখে চোখে রেখে চোখ চুপ মুখে কর্ম,
অনুভবে শিহরিত দুটি হৃতের নর্ম।
গগনের দমে ফোটে সুচেতা,
প্রণয়ে বুকে চোখের-ই সহসা কথা।
প্রণয়ীর বোধে দেয় ধরা প্রণয়ীনীর শোভন,
চোখের বুলি পুষ্প কলি সব-ই কন্ঠরোধে রোপণ।
অনুল্লেখে লিখিত উদিত প্রেমের ঘ্রাণ,
নিঃশব্দতায় নির্বাক মুখে চোখে রচিত অনুরক্তির আহ্বান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন