শনিবার, ২৮ জুন, ২০১৪

প্রিয় স্কুল জীবন

ফিরে যেতে ইচ্ছে হয়
পুরনো স্কুল জীবনে,
পড়ালেখার নামে দুষ্টামি 
কারণে-অকারণে।

ভোরবেলা স্যারের বাসায় 
পড়া শেষে স্কুলের পথে যাত্রা,
এসিমব্লিতে রং-তামাশা 
স্যারের কঠোর বার্তা। 

কার পায়ে কি জুতো
সাদা নাকি কালো,
শার্টের বুকে আইডি কার্ড 
কতই লাগতো ভালো।

প্রথম ক্লাসে রোল কল
এক-দুই-তিন,
কে পালিয়েছে হাফ পিরিয়ডে
ফাঁকি দিয়ে গত দিন।

শাস্তি তাকে পেতে হবে
জোরসে বেতের প্রহার,
হোম-ওয়ার্ক কে করেছে
অংক মিলেছে কার।

মিনিট পঁয়তাল্লিশ পরে যখন
উঠে বেজে ঘন্টা,
সময় শেষ প্রথম ক্লাসের
আনন্দে খুশি মনটা।

সুযোগ পেলে বারান্দায়
একটু মারো উঁকি,
পরের ক্লাসে পড়া ম্যাডামের
মিলে সবাই শিখি।

দ্বিতীয়-তৃতীয় ক্লাস শেষে
চতুর্থ ক্লাসের পালা,
টিফিন নিয়ে কাড়াকাড়ি
বড়-ই মধুর জ্বালা।

হাফ পিরিয়ডে পেলে সুযোগ 
কেউ পালায় কেটে,
কেউ আবার পাড়ি জমায় 
গ্লার্স স্কুলের গেটে।

বন্ধু নিয়ে অনেকেই
খেলাধূলায় ব্যস্ত,
আড্ডা-বিনোদনে সবাই সবার
গল্প-কথায় ন্যস্ত। 

ধীরে ধীরে ফিরে যায়
যে যার ক্লাসেতে,
দুষ্টামিতে মুখখানি
মেতে অট্টহাসিতে। 

পঞ্চম পিরিয়ডে তখন ক্লাস
হয়ে গেলে শুরু,
ক্লান্ত সবাই গোমরা মুখে 
সাজে নিরব তরু।

ষষ্ঠ-সপ্তম-অষ্টমের পর
আসে বিদায়ের ছুটি,
বাড়ির পথে বন্ধুর সাথে
অল্প হাটাহাটি। 

(মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয়ে আমার স্কুল জীবনের আলোকে রচিত)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন