রবিবার, ২৯ জুন, ২০১৪

তোমাতে শুরু আমাতে শেষ

তোমাতেই আমার শুরু
আমাতেই তোমার শেষ,
এই হবে প্রেম মোদের
এতেই রব বেশ। 

তুমি হবে সুচনা প্রেমের
আমি শেষ তার পরিণতি,
দুজন দুজনার দুনয়নে  
জ্বলন্ত প্রেমের মোমবাতি। 

 তোমাতে আমি, আমাতে তুমি
প্রেমের ধ্বনিতে নর্তকী মন,
নাচে প্রেম তোমাতে-আমাতে
এক দেহে সারাক্ষণ। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন