দুই হাত, দুই চোখ, দুই পা
এগুলো না হয় সাধারণ বৈশিষ্ট্য।
তারচেয়ে বরং বেশি মিল দুই প্রাণের একাত্বতায়,
দুই দেহে প্রবাহিত একই প্রাণের ভিন্ন রঙ্গে
একইন স্বাদের ভালবাসার ভিন্ন আলপনায়।
ঠিক তোমারি মতন আমিও ভালবেসেছি
ঠিক তোমারি মতন সমপরিমাণে।
আমি বেসেছি তোমার মনের সূক্ষ্ম অনুভূতিকে
বৃহৎ আকারে ঠিক তোমারি মতন,
তুমি বেসেছো অন্য ভুবনের অন্য স্বপ্নপুরুষকে
জন্ম দিয়েছো পার্থক্য দুই দেহে, দুই মানবের শরীরে।
আমি ভেবেছিলাম পার্থক্যশূন্য আমরা একই প্রাণ,
কিন্তু তুমি দেখিয়ে দিলে চোখে আঙ্গুল দিয়ে
ভেদ-ভেদাভেদের চুক্তিতে ভেদ করে অসদৃশ।
আমি ভেবেছিলাম তোমার সব প্রেম-প্রীতি,
সবই ছিল আমারি প্রতি।
এই ভেবে নিজের ভাবনায় প্রসব করেছি
একের পর এক পদ্য,
জীবনের গদ্য কাহিণীতে পানি ঢেলে
মুছলে তুমি আমার কল্পনায় রাঙ্গানো আলপনা।
শিখিয়ে দিলে সাধারণ বৈশিষ্ট্য ব্যতীত
অভ্যন্তরীণ গোপন অসমতুল্য গুণাগুণ।
তোমার প্রেমে স্বশিক্ষিত আমি এখন,
অহং প্রেমের অভিজ্ঞতা থেকে
জীবনের গদ্য কাহিণীতে পানি ঢেলে
মুছলে তুমি আমার কল্পনায় রাঙ্গানো আলপনা।
শিখিয়ে দিলে সাধারণ বৈশিষ্ট্য ব্যতীত
অভ্যন্তরীণ গোপন অসমতুল্য গুণাগুণ।
তোমার প্রেমে স্বশিক্ষিত আমি এখন,
অহং প্রেমের অভিজ্ঞতা থেকে
জেনেছি, বুঝেছি, শিখেছি
আমি তোমার মত নই, কিন্তু ঠিক তোমারি মতন।
আমি তোমার মত নই, কিন্তু ঠিক তোমারি মতন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন