রবিবার, ২৯ জুন, ২০১৪

অভিলাষের বৃষ্টি

অভিলাষের বৃষ্টি এলে ধরণীর দুয়ারে,
ভালবেসে ওই বুক পেতে নিও সখি আমারে।
আমি প্রিয় যাপন করি অন্য কাননের ফুলে,
বৃষ্টি এলে শোভন স্বস্তির কথা বলে।
আমি কঠোর হই না রূষ্ট স্বনে তখন,
যখন অভিলাষের বৃষ্টিতে শান্ত মন।
দিগন্তের চারিধার আসে কালো ছায়া হয়ে, 
কড়া সূর্য নেয় ছুটি মেঘের আদর নিয়ে।
আনন্দমেলায় পাক-পাখালির লুকোচুরি, 
অভিলাষে সূরজুড়ে বিরাজমান অপ্সরী। 
যেখানে যার দেখায় বর্ষা কন্ঠে মাখা,
শত কাব্যে কবি লেখে পদ্য অশ্রুরোধে লিখা।
টাপুরটুপুর ধ্বনিতে ধ্বনিত নূপুর,
অস্থির প্রাণের অভিলাষ চুরি করে চোর।
তার খোঁজে বৃষ্টির দিনে মনমরা ঐ প্রাণ,
অভিলাষে অভিলাষী আমি গাই না কোন গান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন