শনিবার, ২৮ জুন, ২০১৪

যেভাবে হবে আমাদের বাসর

ভীতুর মতন জানি আমি প্রবেশ করবো
আমাদের প্রথম রাতের মিলন কক্ষে।

চারিদিক থাকবে সাজানো-গুছানো,
নরম বিছানায় থাকবে 
আমার প্রিয় ফুল গোলাপের পাপড়ি,
সাথে কিছু থাকবে রজনী গন্ধা
নরম বিছানার বক্ষে।

ফুলগুলো হয়ত রাতের সময়ে 
হারিয়ে ফেলবে মিষ্টি সুবাস,
তারপরও সুবাসহীন ফুলে 
ভাসবে আমাদের প্রথম মিলনের সুগন্ধ।

বিছানার মাঝখানেতে তুমি 
বসে রইবে গোমটা দিয়ে,
আমি ভীতু পরবোনা সহজে সরাতে 
লাল শাড়ীর গোমটার ছন্ধ।

যুদ্ধের উদ্দেশে্য রওয়ানা হওয়া যুদ্ধার মতন
আমি জমাবো ধীরে ধীরে সাহস,
ভয়কে সঙ্গে নিয়ে সরাবো তোমার গোমটা।

নয়নে আমার স্পর্শ পাবে মূখখানি তোমার,
কি তখন বলবো আমি, অজানা কোন কথাটা।

বোধহয় নিরবে নিচের দিকে দৃষ্টি দিয়ে
বসে রইবো অমি নিরব।

নিরবতা আমার বড্ড প্রিয়।
কিন্তু নিরব হলে চলবে না,
প্রেম নিবেদন করতেই হবে আমাকে।
প্রেমিকরূপে বলেতে হবে কথা সব।

পানজাবির পকেটে করে
আমি নিয়ে আসবো কিছু একটা উপহার 
তোমারি জন্যে, শুধু তোমারি কারণে।

সেটা হয়ত হবে মূল্যবান কোন বস্তু
হবে অথবা রক্ত লাল গোলাপ।
সাথে থাকবে একখানা কাগজ।

কাগজের চারটি ভাঁজ খোলার পর 
বেরিয়ে আসবে তোমাকে নিয়ে লেখা 
আমার কোন একটি কবিতা।

আমি হয়ে যাবো তখন রবি ঠাকুর 
কবিতার ভাষায় বলবো দু-একটি কবিতার চরণ।

হয়ত তুমি মুগ্ধ হবে যখন জানতে পারবে 
আমিও কবিতা লিখি, আমিও একজন কবি।

সেই রাতে কথা আমরা বলবোনা বেশিক্ষণ,
আমি সঙ্গে নিয়ে আসবো 
আরো কিছু ছোট ছোট কাগজ।

চিরকুটে সাজাবো লিখে লিখে 
প্রথম রাতে মনের কথাগুলো।

মুখের কণ্ঠধ্বনি পাবে ছুটি সেই রাতে
সেই রাতে আমার দুজন, 
মাঝখানে চিরকুট।

একসময় দুজনের চার চোখের প্রণয়ে আসবে ঘুম
তুমি না চাইলেও আমি বলবো তোমাকে ঘুমাতে,
নিজ হাতে পরিয়ে দেব ঘুমের মুকোট।

নতুন স্বপ্ন রচিত হবে 
দুজনার সুরেলা নতুন প্রেমে।

দুজন তখন দুদিকে মুখ করে 
একই ছাদের তলায় একই বিছানায় 
ঘুমাবো দুটি ভিন্ন ঘুমে।

তোমার ঘুমে তুমি সাজাবে
আমাকে নিয়ে সংসার সাজানোর স্বপ্ন।

আমার ঘুমে আমি আঁকাবো 
তোমায় নিয়ে জীবন গড়ার স্বপ্ন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন