রবিবার, ৬ জুলাই, ২০১৪

প্রেমের পথ

প্রেমের পথে হেঁটেছিলাম আমি
সাহস নিয়ে সাহসী পুরুষ সেজে,
ভেবেছি হব কৃতকার্য 
আমার প্রেমের গল্প শেষে।

হেঁটেছি এক পা, দু'পা করে
বুনেছি স্বপ্ন ছিল ভীষণ মধুর,
জেগে জেগে রাত কেঁটেছি 
পাড়ি দিয়েছি রোদেলা দুপুর।

খোঁজে পেয়েছিলাম নতুন আমি
নতুন স্বাদ করেছি পান,
শূন্য বুকে শূন্য চোখে
গেয়েছি আমি প্রেমের গান।

আজব ছিল তখন সময়
অজান্তে আসতো দিবা-রাত্রি,
আমিও ছিলাম আমার প্রণয়ীনীর সাথে
প্রেমের পথের এক যাত্রী।

কখন যে তখন প্রেমের পথে
কে বা কারা আসলো হটাৎ,
এক মিনিষে চোখের পলকে
জীবন থামালো অতন্দ্র রাত।

আমার বুঝে আসলো বুঝ
অবুঝ আমি করেছি ভুল,
প্রেমের পথে সঙ্গি আমার
ভাঙ্গলো আমার হৃদয় কুল।

পায়ের তলায় গেঁথলো কাঁটা
ব্যথা উঠলো বুকে,
প্রেমের পথে শহীদ হলাম
নুন্তা জলের চোখে।

আমি না হয় অপরাধী
আমার চোখের কী দোষ,
আমার প্রেমে আমারি প্রেম
মানলো পর-পুরুষের পোষ।

আমি এখন প্রেমের পথে
অকৃতকার্য বালক,
ঠিক যেমনটা ধ্রুবক ছাড়া
চলে একলা চলক।

কষ্ট নিয়ে কষ্টের সাথে
করলাম চিৎকার,
প্রেমের পথে নিষ্ঠুর আমি 
জানাই ঘৃণিত ধিক্কার।

যা রে আমার প্রেম তুই
যা নিজের পথে,
প্রেমকে আজ মুক্তি দিলাম
বুকের পেয়ালা হতে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন