তোমার মনের শহরে এক মুসাপীর আমি
হেঁটে বেড়াই তোমার অলি-গলি,
এক দুয়ার হতে অন্য দুয়ারে
একা একেলা চলি।
ফিকে রঙ্গের আঁধারে মেঘমালা
করে যায় ডাকাডাকি,
আমি মোর প্রিয়া হীনা শহরে
নিঃস্ব নয়নে তাকিয়ে থাকি।
পথের ধারে খোঁজি গো কারে
কেনোই বা বুঝোনা তুমি,
তোমার মনের শহরে আজি
কেন এসেছি গো আমি।
তুমি তো বুঝোনা, মানো না প্রেম
আমি যে চলি প্রেম নিয়ে মনে
মনে মনে কথা বলি,
তোমার আশায় চেয়ে থাকি আমি
আর আমার পথের ধূলি।
কোন পথে চলছো তুমি
তোমার বাহারি মতে,
তোমার শহরে তোমার খোঁজে
চাই গো তোমারি হতে।
তবু কেন কোথা পাই না দেখা
তোমার পায়ের ছাপ,
তুমি মোর প্রিয়া পুষ্প কেয়া
করে দিও মিথে মাফ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন