বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০১৪

অনুরাগে তুমি প্রিয় হুমায়ুন আহমেদ

খোকা আমার পাশে আয় 
তোকে একটা গল্প শোনাবো, চুপটি মেরে শোন,
এক ছিলেন মহাপুরুষ লেখক হুমায়ুন।
যার হাতে হিমুর জন্ম, 
সে আর কেউ নয়, মহা মানব অনন্য।
সে ছিল শিশিরের শব্দ, লেখনী অতুলনীয়, 
গগনের কিনারায় উদিত সূর্যের সম জনপ্রিয়।
তিনি বাংলা সাহিত্যের অন্যতম নাম,
জন্মস্থান সবুজ-শ্যামল কুতুবপুর গ্রাম।
উনার হস্তে রচিত নন্দীত নরকে,
অদেখা ছিল যা, ধরা ছিয়েছে উনারি চোখে।
প্রথম পরিচালিত চলচ্চিত্র আগুনের পরশমনি,
উপনাস্যের ভান্ডার তিনি, বিশাল এক খনি।
উনার নাটকে হয়েছে পাড় এইসব দিন রাত্রী,
দারুচিনি দ্বীপের পথে মোরা উনারি পথো যাত্রী।
আকাশ ভরা মেঘে করি জিজ্ঞেস, কে কথা কয়?
দরজার ওপাশ হতে উত্তর আসে উনারি পরিচয়।
উনি লিখেছেন একাধারে জোছনা ও জননীর গল্প,
গীতি-গানে পাই দর্শনলাভ অনুরাগী সংকল্প।
তারি মতন নেই দ্বিতীয় মানব, তিনি এক এবং একক,
অসাধারণীয় তিনি অতুলনীয় আমরন প্রিয় লেখক।
খোঁজি উনাকে অচিনপুরের দূরে কোথাও,
পাই না খোঁজে তোমাদের এই নগরে, উনি নেই আজও।
উনার সঙ্গী আজ রবিবারে সুদর্শনা রাশিয়ান পরী,
কোথাও কেউ নেই, তবুও সে আসে ধীরে ধীরে 
মাতাল হাওয়ায় তাকেই অংকন করি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন