শুক্রবার, ১৮ জুলাই, ২০১৪

মানুষ হত্যা

আকাশ হয়েছে কালো
গোলা-বারুদে ধ্বংসের রূপে,
লাশের উপর লাশ শুয়েছে
বর্বরতার নিষ্টুর স্তুপে।
ধরণীর বুকে এ কেমন পাষাণ
যে চায় শুধু লাশ,
কেড়ে নিও না নিষ্পাপ প্রাণের
শান্ত অভিলাষ।
মানুষ হয়ে মানুষ হত্যা
কীভাবে করে পাপী,
সারা সৃষ্টি ঘৃণ্য চোখে 
বলেছে অভিশাপী।
ইহুদী-মুসলিম বুঝি না আমি 
আমি বুঝি সবাই মানব,
ধ্বংস নয় কাম্য ভুবনে
হয়ে যাক শান্ত সব।
নিষ্পাপ শিশুর নিষ্পাপ দেহ
চায় না কিছু, শুধু চায় আদর,
দানব রূপি মানব দিয়েছে মৃত্যূ
যেন হৃদয় শক্ত পাথর।
পাপীদের বলি কীভাবে তোমরা
হয়েছো এত নিষ্টুর,
মনুষ্যত্ব কী বুক হতে তোমাদের
হয়ে আছে বহুদূর।
একের পর এক লাশ পরেছে
অভাগা মাতার কুলে,
সারা সৃষ্টি প্রশ্ন করে
মনুষ্যত্ব রয়েছে বলে।
আর কত ঝরবে বল
ঝর্ণা হয়ে রক্ত,
পাষণ্ড তোদের পাষাণ হৃদয়
লৌহের মতন শক্ত।
একটু কি জাগে না মমতা 
যখন দেখো লাশ,
বল তোমরা আর কত চাও
গড়তে সর্বনাশ।
ঘুমন্ত বুকে জাগাও প্রেম
একটু দেখাও দয়া,
চাই না আজ বেশি কিছু আর 
যদি জাগ্রত হয় মায়া।
বন্ধ কর গোলা-বারুদ
থামাও যন্ত্র কামান,
নয় মৃত্যু, চাই না আর
বাঁচাও ছোট্ট প্রাণ।
বন্দুকের গুলি ঝরুক না
ঝরুক শান্তি হয়ে বৃষ্টি,
কথা দাও নিষ্ঠুর মানব
রক্ষা কর সৃষ্টি।
বন্ধ কর এই যুন্ধ
থামুক মানুষ হত্যা,
ভুলে যেওনা ইহলোকে
মানুষই প্রবিত্র সত্তা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন