বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০১৪

কেন এত ভালবাসি তোমাকে

কী অদ্ভুত একটা প্রশ্ন "কেন এত ভালবাসি তোমাকে"
আসলেই তো কেন এত ভালবাসি?
এই প্রশ্ন আমি করি নিজেই নিজেকে।
আমি অজ্ঞাত কেন এত ভালবাসা তোমার প্রতি আমার?
এত মায়া, আবেগের টান, 
কেন বারবার তোমাকে পেতে চাই কাছে?
কাছে হতে আরো কাছে পেতে চাই,
জড়িয়ে ধরতে চাই তোমার গন্ধ।
কেন এত ভালবাসি তোমাকে
যতটা ভালবাসা নিজের প্রতি নেই নিজের?
তোমাকে কেন জানি না 
নিজের কাছে নিজের বিদাতা মনে হয়?
মন চায় সারাটি দিন, সারাটি রাত,
জীবনের সারাটি প্রহর করি তোমার আরাধনা।
তোমার ছবি টাঙ্গিয়ে রেখেছি 
কেন জানি না মনের দেয়ালে?
সেখানে আমার একটাই কাজ
সকালে সূর্য দেখার আগে 
মনের দেয়ালের সামনে দাঁড়িয়ে তোমার মুখ দেখা,
তোমার সামনে নত হয়ে সেজদা করা।
যেন তোমায় না দেখলে, 
তোমায় কাছে না পেলে, 
তোমার গন্ধ নিজের শরীরে না মাখালে 
নিজের কাছেই প্রমাণিত হয় না আমি যে তোমাকে, 
শুধু তোমাকেই ভালবাসি।
চায়ের কাপে চুমু দেয়ার আগে 
নিজেরি অজান্তে চুমু দিতে হয় তোমার ঠোঁটে,
কেন জানি না এমন হয়?
ভীষণ ভালাবাসি বলেই হয়ত হয় এমন।
কিন্তু কেন এত ভালবাসি তোমাকে?
সেটা তুমি যতটা জানতে চাও
তারচেয়ে অধিক জানতে চাই আমিও।
নিজেকে প্রশ্ন করি বারংবার 
"কেন এত ভালবাসি তোমাকে" ?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন