কেউ আবার একটু বাচাল, কেউ নিশ্চুপ।
কেউ হয়ত অনেক মোটা, লম্বা অথবা খাটো,
বয়সে কেউ অনেক বড়, ক্ষুদ্র না হয় ছোটো।
কেউ নর, কেউ নারী, কেউ বানায় রাস্তা-বাড়ি,
কেউ পরে লুঙ্গি-শার্ট, কেউ সেলুয়ার এবং শাড়ী।
কেউ আবার দেখতে ভাল, কেউ দেখতে মন্দ,
কেউ হয় প্রতিবন্ধী, জন্ম থেকেই অন্ধ।
কেউ করে কর্ম ভাল, কেউ করে ভুল,
কারো মাথায় লম্বা, খোকড়া কারো চুল।
কেউ হয় রাজা-মহারাজা, কেউ কর্ম দোষে নষ্ট,
কেউ চলে সঠিক পথে, কেউ পথভ্রষ্ট।
কেউ গড়ে সুষ্টু সমাজ, কেউ চায় ধ্বংস,
ভিন্ন কিন্তু মানুষ তবু মানুষেরি বংশ।
(হাতের পাঁচ আঙ্গুলের মতন মানুষও কখনো সমান হয় না)
(আমার আঁকা ছবি এবং আমার লেখা একটি ছড়া)

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন