তুমিই রমণী, আমি তার দেবতা।
তুমিই সব, বুকের কলরব,
সৃষ্টির সুখে উল্লাসী তুমি
অর্ধেক শুদ্ধ মানব।
বাকী অর্ধেক কল্পনা তুমি
তুমিই ভাবনা,
তুমিই ঠিক ততটুক
যতটা হীরে-মুক্ত-সোনা।
তুমিই সুখ, স্বপ্নের মুখ, তুমিই প্রথম সূর্য,
তুমিহীন জগত সংসার বৃথা, কদর্য।
তুমি সাহিত্য, সর্ব সত্য
তুমিই জাগ্রত সুপ্ত বুলি,
সুবাসিত তুমি ঠিক ততটুক
যতটা কুসুম কলি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন