শুক্রবার, ১৮ জুলাই, ২০১৪

কবিতার পরিচয়

তুমিই প্রেম, তুমিই কবিতা,
তুমিই রমণী, আমি তার দেবতা।

তুমিই সব, বুকের কলরব,
সৃষ্টির সুখে উল্লাসী তুমি 
অর্ধেক শুদ্ধ মানব।

বাকী অর্ধেক কল্পনা তুমি
তুমিই ভাবনা,
তুমিই ঠিক ততটুক
যতটা হীরে-মুক্ত-সোনা।

তুমিই সুখ, স্বপ্নের মুখ, তুমিই প্রথম সূর্য,
তুমিহীন জগত সংসার বৃথা, কদর্য।

তুমি সাহিত্য, সর্ব সত্য
তুমিই জাগ্রত সুপ্ত বুলি,
সুবাসিত তুমি ঠিক ততটুক
যতটা কুসুম কলি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন