চলার পথে দেখা হলে
ভেবে নিব তুমি ফিরে আসো নি,
তুমি এসেছো ক্ষণিকের বন্ধু হয়ে।
দু'দিনের মেহমান চলে যায় দু'দিন পর,
মেহমানরা খালি হাতে আসে না,
নিয়ে আসে দু'হাত ভরা উপহার।
তুমি ক্ষণিকের বন্ধু, এসেছো খালি হাতে,
শুধু সঙ্গে এনেছো ছিদ্র করা একটি ব্যাগ
আমার বুক হতে ভালবাসা নিয়ে যাবার জন্যে।
আমি খালি হাতে মেহমান বিদায় দেই না,
আমি তাদের দু'হস্ত ভরে দেই প্রেম,
তোমাকেও দিব তুমি ক্ষণিকের বন্ধু।
যাবার বেলায় ভরে দিব প্রেম
তোমার ছিদ্র করা ব্যাগে,
তারপর প্রেম দিয়ে চলে যাবে তুমি
অন্য প্রেমিকের বুকে।
তখন ব্যাগের ছিদ্র বয়ে
পানির মতন ঝরবে ফোঁটায় ফোঁটায়
তোমাকে উপহার দেয়া আমার প্রেম,
টলে পরবে তোমার পদতলে
মিলিয়ে যাবে বালিকণাদের ভিড়ে।
সেই ভিড়ে আমিও অপেক্ষা করবো
আবার কবে ক্ষণিকের বন্ধু
আসবে প্রেম নিয়ে যাবার জন্যে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন