শুক্রবার, ১৮ জুলাই, ২০১৪

অনুভূতি: ৬

স্মৃতির ডায়েরি হতে সেই নামটিকে আজ
ফেলে দিয়েছি ঘৃণার ডাষ্টবিনে।
মুছে দিয়েছি অশ্রু জলে 
প্রয়ণের গন্ধ জীবনের মোলাট হতে।
খাতার পৃষ্ঠার মতন খন্ড খন্ড করে 
শত ভাগ করেছি মিষ্টি কথা সব।
উড়িয়ে দিয়েছি সাজানো স্বপ্ন
যে কাল বৈশাখ এসেছিল মনের অঁচলে।
ইচ্ছে করেই হারিয়ে ফেলেছি 
যা করেছিলাম সুন্দর ঘর বাননোর কামনায়।
কষ্টকে প্রেমিকা ভেবে কোলে নিয়ে
না পাওয়ার মুখচাপা অদৃশ্য ঘোষণা শুনেছি।
জ্বলন্ত অগ্নি শিখায় ঝাঁপ দিয়ে 
সাঁতার কেঁটেছি যত ছিল কল্পনার সূর্য
সবগুলোকে ভেলা বানিয়ে ভাসাবো বলে।
নতুন স্বাদগুলোকে তিক্তায় ডুবিয়ে
তিমিরের কালোতে পুঁড়িয়েছি,
সাদা-কালো স্মৃতির ভান্ডার হতে 
সেই নামটিকে উচ্ছেদ করার সাহস অর্জনার্থে
পশুতূল্য আচরণকে অস্থিত্ব প্রাণের ভেবেছি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন